মঙ্গলবার রায়পুরের শহিদ বীর নারায়ণ সিংহ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে উইকেটকিপার ঋদ্ধিমান সাহার পাশে বাংলার ন’জন স্লিপ ফিল্ডার! এই ফিল্ডিং নিয়ে উল্টো দিক থেকে আগুনে বোলিং করে গেলেন অশোক দিন্দা ও মহম্মদ শামি। আর তাতেই শেষ ছত্তিশগড়ের ব্যাটিং।
নিজের শততম ম্যাচ স্মরণীয় করে রাখলেন অশোক দিন্দা। দুই ইনিংসে দশ উইকেট নিয়ে বাংলাকে ইনিংস ও ১৬০ রানে ম্যাচ জিতিয়ে দিলেন। সাথে পেলেন মহম্মদ শামিকেও। ছত্তিশগড়ের বিরুদ্ধে জয় পেতে কুড়িটা উইকেটের মধ্যে বাংলার দুই পেসার আঠেরোটাই নিলেন । মঙ্গলবার ইনিংস জয়ের জন্য বাংলার দরকার ছিল পাঁচ উইকেট। মাত্র ১০.৪ ওভারের মধ্যে সেই কাজ সেরে ফেলেন দলের দুই পেসার। গোটা ম্যাচে দিন্দা দশটা ও শামি আটটা নিলেন।
দুই ম্যাচে দশ পয়েন্ট পেয়ে এখন গ্রুপের শীর্ষে বাংলা। এ বারে রঞ্জিতে বাংলা রয়েছে গ্রুপ ‘ডি’-তে। মনোজদের সঙ্গে একই গ্রুপে রয়েছে বিদর্ভ, হিমাচল প্রদেশ, ছত্তীশগঢ়, গোয়া, পঞ্জাব, সার্ভিসেস। বাংলার পরের ম্যাচ ১ নভেম্বর হিমাচল প্রদেশের বিরুদ্ধে।
Be the first to comment