দীনেশ বাজাজের মনোনয়ন বাতিল ৷ পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার নির্বাচন হচ্ছে না । বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছেন বাম-কংগ্রেস প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য ।
আজ দীর্ঘক্ষণ বিধানসভার সচিবালয়ের দীনেশ বাজাজ এবং মৌসম বেনজির নুরের মনোনয়নপত্র স্কুটিনি করেন সচিব । দীনেশ বাজাজের ওকালতনামায় ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর না থাকায় তা বাতিল হয়ে যায় । অন্যদিকে মৌসম বেনজির নুরের দেওয়া তথ্য নিয়ে জটিলতা তৈরি হয় । এমনকি তাঁর নাম নিয়েও সমস্যা তৈরি হয় । আজ দফায় দফায় এই দুই প্রার্থীর মনোনয়ন স্কুটিনির পর বিধানসভার পরিষদীয় সচিব তাপস রায় জানান, বাতিল হয়েছে দীনেশ বাজাজের মনোনয়ন । মৌসম বেনজির নুরের মনোনয়ন গৃহীত হয়েছে রাজ্যসভার প্রার্থী হিসেবে । আগামীকাল বেলা তিনটেয় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ।
নির্দল প্রার্থী হিসেবে রাজ্যসভার পঞ্চম আসনের জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন দীনেশ বাজাজ ৷ বিধানসভা সচিবালয় সূত্রে গতকাল জানানো হয়, দুই প্রার্থীর মনোনয়নপত্রেই নাকি অসঙ্গতি রয়েছে । আর তার জেরেই দুই প্রার্থীর মনোনয়ন স্থগিত রাখা হয় ।
আজ দীনেশ বাজাজের মনোনয়ন বাতিলের পর বিভিন্ন রাজনৈতিক মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ রাজ্যসভার পঞ্চম আসনে প্রার্থী দেওয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে দোলাচল ছিল ৷ শেষ মুহূর্তে নির্দল প্রার্থী দীনেশ বাজাজকে সমর্থন করেন তৃণমূল ৷ মনোনয়ন জমার দিন বিকেল তিনটের সময় প্রায় দৌড়তে দৌড়তে এসে মনোনয়ন জমা করেন দীনেশ ৷ কিন্তু মনোনয়ন বাতিলের পরে দীনেশ বাজাজ বলেন, ‘‘আমাকে মনোনয়ন জমা করার কথা বলা হয়েছিল ৷ শেষ মুহূর্তে জমা করেছি ৷ কিছু ভুল ছিল মনোনয়নে ৷ তাই বাতিল হয়ে গিয়েছে ৷’’
Be the first to comment