একুশের বিধানসভা ভোটের টিকিট না পেতেই তৃণমূল কংগ্রেসে যেন দল ছাড়ার জন্য ‘হুড়হুড়ি’ পড়ে গিয়েছে। দল ছাড়ার কথা ঘোষণা করেছেন নলহাটির বিদায়ী বিধায়ক মইনউদ্দিন শামস। সেইসঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার কথা জানিয়েছেন দীনেশ বাজাজ।
গতকালই মুকুল রায়ের বাড়িতে ঢোকার সময় তৃণমূলের বিরুদ্ধে চাঁছাছোলা ভাষায় ক্ষোভ উগরে দেন দীনেশ বাজাজ। তিনি বলেন, “আমি তৃণমূল ছেড়ে দিয়েছি। এটা ঠিক। দল বদলের প্রস্তাব এসেছে। দেখা যাক, কথাবার্তা বলি। মুকুলদা পুরনো নেতা। আমার ওনার সাথে আগে থেকেই যোগাযোগ ছিল। তাই ওনার সাথে দেখা করতে এলাম। আমি যথেষ্ট কাজ করেছি। আমি পার্লামেন্টে পলিটিক্স করতে চেয়েছিলাম। সেই সুযোগ আমাকে ২০১১ থেকে ২০২১ পর্যন্ত, ১০ বছর দেওয়া হয়নি। এখন পার্টি যখন আমায় টিকিট দেবে না, তখন আমি কি বসে থাকব! দলের দুর্দিনে আমি এমএলএ ছিলাম।”
এছাড়াও গতকাল মুকুল রায়ের সঙ্গে দেখা করেছেন পুরশুড়ার বিধায়ক মহম্মদ নূরউজ্জামান। সাঁকরাইলের বিধায়ক শীতল সর্দার। জগৎবল্লভপুরের প্রাক্তন বিধায়ক ডক্টর কাসেমও।
Be the first to comment