অ-খেলোয়াড়সুলভ আচরণের জন্য আইসিসি-র নিষেধে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে খেলবেন না শ্রীলঙ্কার ক্যাপ্টেন দীনেশ চান্ডিমল। তিনি এবং দলের দুই কর্মকর্তা আইসিসি-র কাছে নিজেদের দোষ স্বীকার করেছেন। আইসিসি জানিয়েছে, চান্ডিমল ছাড়াও কোচ চন্ডিকা হাথুরুসিঙ্গা ও ম্যানেজার অশঙ্কা গুরুসিনহা গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ক্রিকেটের সম্ভ্রম নষ্ট করেছেন। আইসিসি-র বিচারবিভাগীয় কমিশন সব বিচার করে বৃহস্পতিবার গ্যালেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের কয়েক ঘণ্টা আগে তাদের শুনানি শেষ করেছে। চূড়ান্ত শাস্তি পরে জানানো হবে। তবে এর মধ্যে টেস্ট না খেলার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন চান্ডিমল। সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে মাঠে নামতে অস্বীকার করেছিলেন তিনজন। তার জেরে দু ঘণ্টা দেরিতে খেলা শুরু হয়। আগের খেলায় চান্ডিমলের বলবিকৃতির অভিযোগে ওয়েস্ট ইন্ডিজকে পাঁচ রান দেওয়ার প্রতিবাদ জানাচ্ছিলেন তাঁরা। এক ম্যাচের ব্যান ও ম্যাচ ফি-র টাকা জরিমানার বিরুদ্ধে চান্ডিমলের আবেদন খারিজ হয়ে যায়। ফলে তৃতীয় ও শেষ টেস্টে চান্ডিমল বাদ পড়েন।
Be the first to comment