যাচ্ছিলেন অনুশীলনে। কিন্তু যাওয়ার পথেই চুরমার হয়ে গিয়েছিল স্বপ্ন। ২০১৪ সালের ২৭ মে। হরিয়ানার সামানার কাছে গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হন এশিয়াডে বক্সিং-এ ৯১ কেজি বিভাগে রুপো জয়ী বক্সার দীনেশ কুমার। কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন দীনেশ। কিন্তু আর রিং-এ ফেরা হয়নি। সেই দীনেশই হরিয়ানার ভিওয়ানিতে এখন হাতগাড়ি চালিয়ে কুলফি বিক্রি করে সংসার চালান।
সংবাদ সংস্থা এএনআই একটি ভিডিও প্রকাশ করেছে রবিবার। যাতে দেখা যাচ্ছে ‘দীনেশ কুলফি’ লেখা একটি ঠেলা নিয়ে ঘুরে ঘুরে আইসক্রিম বিক্রি করছেন একদা দেশের নাম উজ্বল করা দীনেশ। ২০১০-এ অর্জুন পুরস্কার জেতা এই বক্সার আপাতত অনটনের অন্ধকারে ডুবে। তাঁর পরিবারের লোকজনের আক্ষেপ, বিভিন্ন টুর্নামেন্টে দেশের হয়ে ১৭টি সোনা, একটি রুপো এবং পাঁচটি ব্রোঞ্জ জেতা দীনেশের দিকে ফিরেও তাকায়নি হরিয়ানা সরকার। ট্রেনিং করতে ব্যাঙ্ক থেকে ধার করে ছেলেকে বিলেতে পাঠিয়েছিলেন বাবা। সেই ধার এখনও শোধ হয়নি বলে দাবি করেছে পরিবার।
কিন্তু দীনেশ?
এশিয়াডে রুপোজয়ী বক্সার বলেছেন তিনি আর রিং-এ ফিরতে পারবেন না জানেন। কিন্তু পরবর্তী প্রজন্ম যাতে গ্লাভস হাতে রিং-এ দাপাতে পারে, দেশের জন্য পদক জিততে পারে, সে জন্য একটি কোচিং সেন্টারে যান তাদের পরামর্শ দিতে।
একদিকে অনটন। সেই অনটন ঘোচাতে কুলফি বিক্রি। তার মাঝেই নিজের স্বপ্ন ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দিয়ে পূরণের কাজ করে যাচ্ছেন দীনেশ।
Be the first to comment