দলের বিরুদ্ধে কার্যত অসন্তোষ প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ও সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন দীনেশ ত্রিবেদী। রাজ্যসভায় তৃণমূলের সাংসদ ছিলেন দীনেশ। গতবারের লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া অর্জুন সিংয়ের কাছে হেরে যান দীনেশ। এরপরই রাজ্যসভায় তাঁকে পাঠায় তৃণমূল কংগ্রেস।
এদিন রাজ্যসভায় দীনেশ ত্রিবেদী বলেন, ‘আমি আজ রাজ্যসভা থেকে ইস্তফা দিচ্ছি। আমার রাজ্যে অশান্তি হচ্ছে। আমরা সেখানে কিছু বলতে পারি না। কাজ করা সম্ভব হচ্ছিল না। আমার দলের প্রতি আমি কৃতজ্ঞ। তাঁরাই আমাকে এখানে পাঠিয়েছেন। আমার দমবন্ধ হয়ে আসছিল। রাজ্যে হিংসা নিয়ে কিছু করতে পারছিলাম না। আমার মনই বলল, তুমি এখানে বসে কিছু করতে পারছো না। তাহলে তোমার ইস্তফা দেওয়া উচিত। বাংলার জন্য কাজ করতে থাকব’। অতীতে রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছিলেন তিনি।
তবে কি তিনিও বিজেপিতে…? জল্পনা তুঙ্গে।
Be the first to comment