বিজেপিতে যোগ দিলেন দীনেশ ত্রিবেদী। দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে জে পি নাড্ডার উপস্থিতিতে ঘটলো এই মেগা দলবদল। সপ্তাহ খানেক আগেই তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক চ্ছিন্ন করার ঘোষণা করেন দীনেশ। তিনি বিজেপিতে যোগ দেবেন এই জল্পনাই তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। এবার সেই জল্পনাই সত্যি হলো। আজই দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে বিজেপিতে যোগ দিলেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।
বিধানসভা ভোটের মুখে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে ১২ ফেব্রুয়ারি রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন দীনেশ ত্রিবেদী। ‘দম বন্ধ হয়ে আসছে। আমি কিছুই করতে পারছি না। তাই আমি আমার মনের কথা শুনেছি’। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর এমনই বলেছিলেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। দীনেশ ত্রিবেদী তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন শুনেই তাঁকে আগাম বিজেপিতে স্বাগত জানিয়েই রেখেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে দলের অন্য নেতারা।
তবে শুধু বিজেপিতে যোগ দেওয়াই নয়, আগামিকাল কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মোদীর সভাতেও তিনি হাজির থাকবেন বলে জানা গিয়েছে। একুশের লড়াই জমজমাট। আসন্ন বিধানসভা ভোটে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নন্দীগ্রাম থেকে ভোটে লড়ছেন।
Be the first to comment