মানুষের জন্য কাজ করার আর্জি নিয়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন দীপেন্দু বিশ্বাস। কিন্তু ‘অভিমানে করা ভুল’ শুধরে নিতে চান তিনি। এই ফুটবলার তথা নেতা ফিরে আসতে চান তৃণমূলে। একুশে নির্বাচনের ফল ঘোষণার পর তৃণমূলে ফেরার হিড়িক অব্যাহত। তৃণমূলে ফিরতে চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন দীপেন্দু বিশ্বাস। ‘আপনার অনুগত সৈনিক হিসেবে কাজ করতে চাই’, তৃণমূলে ফিরতে চেয়ে মমতাকে চিঠিতে একথাই লিখেছিলেন দীপেন্দু। বিজেপিতে যাওয়া তাঁর ভুল সিদ্ধান্ত ছিল বলে চিঠিতে উল্লেখ করেছেন প্রাক্তন ফুটবলার। সেই সঙ্গে তিনি এও লিখেছেন যে, তাঁকে যেন ক্ষমা করে ফের দলে ফিরিয়ে নেওয়া হয়। মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের পরেই একাধিক নেতা ফিরতে চাইছেন পুরনো দলেই এই তালিকায় রয়েছেন সোনালি গুহ, সরলা মুর্মু, বাচ্চু হাঁসদারা।
দীপেন্দু জানিয়েছেন, বিজেপির সঙ্গে যাবতীয় সম্পর্ক ত্যাগ করেছেন তিনি। ফের তৃণমূলের হয়েই কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন এই নেতা। তিনি আরও জানান, ক্ষোভ নয়, অভিমানে দল ছেড়েছিলাম। ভুল হয়েছে বলে দিদিকে চিঠিও দিয়েছিলাম।
Be the first to comment