পদ্মাবতীর বিচার পেতে স্মৃতির দ্বারস্থ দীপিকা

Spread the love

নিজস্ব প্রতিবেদন : ধৈর্য্যের বাঁধ ভাঙল দীপিকা পাড়ুকোনের। পদ্মাবতী ছবিটি তৈরি হওয়ার খবর প্রচার হতেই একাধিক সংগঠন এই ছবির বিরুদ্ধে তোপ দেগেছিল। বিশেষ করে রাজপুত কারনানি সেনা রীতিমত হুমকি-ধমকি দেওয়া শুরু করে। তবে গুজরাটের সুরাতে শিল্পী করন কে-র পদ্মাবতী রঙ্গোলি তছনছ করে দেওয়া বোধহয় সবথেকে নিন্দাজনক। উপায়ন্তর না দেখে এবার সরাসরি আসরে নামলেন দীপিকা পাড়ুকোন। তথ্য এবং সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানির দ্বারস্থ হয়েছেন তিনি। তাঁকে চিঠি লিখে জানিয়েছেন, এই সমস্ত ঘটনা এবার বন্ধ হওয়া দরকার। যারা এই কাজটি করছে তারা ছবিটি সম্পর্কে আদৌ কিছু জানে না, অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে গোটা কাণ্ডটি ঘটাচ্ছে। উল্লেখ্য, সুরাটের এক শিল্পী করন কে ৪৮ ঘণ্টার প্রচেষ্টায় একটি রঙ্গোলি বানিয়েছিলেন, যেটি ছিল দীপিকা পাড়ুকোনের অবয়ব। করনের অভিযোগ, রাজপুত কারনানি সেনার কিছু সমর্থক জয় শ্রী রাম ধ্বনি তুলে মুহূর্তের মধ্যে গোটা রঙ্গোলিটি তছনছ করে দেয়। এই প্রথম নয়, এর আগে জয়পুরে ছবির শুটিং চলাকালীন পরিচালক সঞ্জয় লীলা বনশালির উপর হামলা চালিয়েছিল একদল উগ্র রাজপুত সমর্থক। তারপরই জয়পুরে শুটিং বন্ধ করে দেন বনশালি। ছবির বাকি অংশের শুটিং মুম্বাইয়ে সম্পন্ন করেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*