ঠাকুরপুকুর গাড়ি দুর্ঘটনায়, সোমবার গ্রেফতার অভিযুক্ত পরিচালক ভিক্টো

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বলিউডের ছায়া টলিউডেও। মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে ছয় জনকে পিষে দেওয়ার অভিযোগ উঠেছে ছোট পর্দার পরিচালক ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাসের বিরুদ্ধে। জখমদের মধ্যে একজনের পরে মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে।

রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ ঠাকুরপুকুর বাজারের কাছে ডিএইচ রোডে তাঁর গাড়ি (ডব্লিউবি ০২এবি ৭৭৩৭৭) বেশ কয়েক জন পথচারীকে ধাক্কা দেয়। কলকাতা পুলিশের ডিসি দক্ষিণ-পশ্চিম রাহুল দে (বেহালা) জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের মধ্যে ঢুকে যায় একটি গাড়ি। ঘটনায় গুরুতর জখম হন ছয় জন। তাঁদের মধ্যে চার জনকে ভর্তি করানো হয় স্থানীয় বেসরকারি হাসপাতালে। বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানান্তরিত করা হয় ডায়মন্ড হারবার রোডের অন্য একটি বেসরকারি হাসপাতালে। ওই গাড়ির চালকের আসনে সিদ্ধান্ত ছিলেন। ওইদিন বিকেলে জানা যায়, আশঙ্কাজনক দু’জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তার পরই গ্রেফতার করা হয় সিদ্ধান্তকে।

পরিচালক ভিক্টোর এর এই নিন্দনীয় আচরণে ক্ষোভ উগড়ে পড়ছে সমাজমাধ্যমে। ছোট পর্দার একাধিক অভিনেতা, পরিচালকেরা বিষয়টি নিয়ে প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন। তালিকায় ভাস্বর চট্টোপাধ্যায়, সঙ্ঘশ্রী সিংহ মিত্র এবং আরও অনেকে। ভাস্বর লিখেছেন, “কী বলব জানি না। তবে এটুকু বলতে পারি, ইন্ডাস্ট্রিকে তো রোজ খুব কাছে থেকে দেখছি। নেশার কবলে চলে যাচ্ছে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*