চিরন্তন ব্যানার্জি, কলকাতা:– নিজের সন্তানের জন্য টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সে না ছেড়ে তাদের জন্য নির্মল বাতাস ছেড়ে যান। মাতা পিতাদের আবেদন কলকাতা পৌর সংস্থার মেয়র ফিরহাদ হাকিমের। আন্তর্জাতিক নির্মল বাতাস ও নীল আকাশ দিবসের দিন এই বার্তা দিলেন কলকাতার মেয়র। এদিন কলকাতা পৌর সংস্থার উদ্যান বিভাগের পক্ষ থেকে আন্তর্জাতিক নির্মল বাতাস ও নীল আকাশ দিবস পালিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, মেয়র পরিষদ উদ্যান বিভাগ দেবাশীষ কুমার স্থানীয় কাউন্সিলর প্রিয়াঙ্কা সাহা সহ সংশ্লিষ্ট বিভাগের ডি জি সহ পৌর আধিকারিকরা। শনিবার এই অনুষ্ঠানকে কেন্দ্র করে গাছের চারা বিতরণ করা হয়। মেয়র ফিরহাদ হাকিম সহ দেবাশীষ কুমার সাধারণ মানুষ ও স্কুলের কচিকাঁচা দের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন আগামী প্রজন্মের জন্য টাকা পয়সা নয়, তাদের জন্য নির্মল বাতাস ছেড়ে যান। যাতে তারা নিজের জীবনে স্বচ্ছ ও নির্মল বাতাসে নিঃশ্বাস নিতে পারে। একই ভাবে মেয়র পরিষদ উদ্যান বিভাগ দেবাশীষ কুমার জানান যে দূষণ কে নিয়ন্ত্রন করার জন্য বৃক্ষরোপণ অভিযান একমাত্র উপায়। তাই দূষণ নিয়ন্ত্রণ করার জন্য গাছ লাগিয়ে প্রাণ বাঁচিয়ে রাখতে সম্ভব বলে মত মেয়র পরিষদ উদ্যান বিভাগ দেবাশীষ কুমারের। এদিন কলকাতা পৌর সংস্থার উদ্যান থেকে বিভিন্ন ধরেন গাছের চারা বিতরণ করা হয়। আন্তর্জাতিক নির্মল বাতাস ও নীল আকাশ দিবসের উপলক্ষে প্রায় এক হাজারও বেশি গাছ বিতরণ করার লক্ষ্যমাত্রা স্থির করে কলকাতা পৌর সংস্থার উদ্যান বিভাগ।
Be the first to comment