ডাক্তার নিগ্রহ ও প্রশাসনিক সন্ত্রাস বন্ধের দাবীতে সারাদিন ব্যাপি অবস্থান বিক্ষোভে সামিল “জয়েন্ট প্লার্টফর্ম অফ ডক্টরস”

Spread the love

সুজয় ঘোষ, কলকাতা
কলকাতাঃ ক্রমবর্ধমান ডাক্তার নিগ্রহ ও প্রশাসনিক সন্ত্রাস বন্ধের দাবীতে প্রায় ৭ টি ডাক্তার সংগঠন এর যৌথ মঞ্চের উদ্যোগে “জয়েন্ট প্লার্টফর্ম অফ ডক্টরস” ফোরাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেপুটেশন ও সুবোধ মল্লিক স্কোয়ারে আজ সারাদিন ব্যাপি অবস্থান বিক্ষোভে সামিল চলে। এদিন মুখ্যমন্ত্রী ব্যস্ত থাকায় শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে স্মারক লিপি জমা দেন। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জয়েন্ট প্লার্টফর্ম অফ ডক্টরস ফোরামকে জানায়। তাদের দাবীগুলি রাজ্য সরকারের পক্ষ থেকে খতিয়ে দেখা হবে। আর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এর আশ্বাসে পরে সংগঠনের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ তুলে নেওয়া হয়।

সংগঠনের মূল দাবী, রাজ্যে গত ১ বছর ধরে ডাক্তারদের নিগ্রহ করা হচ্ছে। বাদ যাচ্ছে না মহিলা চিকিৎসক থেকে নার্স ও স্বাস্থ্য কর্মীরা। ৩ মার্চ ২০১৭ সালে কর্পোরেট হাসপাতালের বিলে লাগাম দেওয়ার নাম করে এ রাজ্যে চালু হয়েছিল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট ২০১৭। তার পর থেকে ডাক্তারি নিগ্রহের মাত্রা প্রায় কয়েক গুন বেড়ে যায়। প্রতিটি ক্ষেত্রেই ডাক্তাদের পক্ষ থেকে FIR করা হলেও কোন ব্যবস্থা গ্রহণ করে নি। সরকারি চিকিৎসকদের উপর চলছে প্রশাসনিক সন্ত্রাস। এছাড়াও কেন্দ্রীয় সরকারের দ্বিতীয় জাতীয় স্বাস্থ্যনীতি ২০০২এর ধারাবাহিকতা চালু করেছে তৃতীয় স্বাস্থ্য নীতি। এই স্বাস্থ্য নীতি চিকিৎসাকে সম্পূর্ন বিমা নির্ভর করে তুলবে। মানুষ হারেবে স্বাস্থের নীতি। এই দাবীতে আজ ডাক্তারদের ৬টি সংগঠনের যৌথ মঞ্চ শহরে মিটিং, মিছিল অবস্থান বিক্ষোভ সামিল হন। এমনকী মুখ্যমন্ত্রীকে তাদের দাবী পূরণের জন্য একটি স্মারক লিপি তুলে দেন।
“জয়েন্ট প্লার্টফর্ম অফ ডক্টরস” সংগঠনের যৌথ মঞ্চের পক্ষ থেকে ডঃ স্বজল বিশ্বাস বলেন, “ রাজ্য সরকার আমাদের এই দাবী গুলি দ্রুত মেনে না নিলে আমরা বৃহত্তম আন্দোলনে সামিল হব। রাজ্য সরকার ডাক্তারদের স্বার্থে সমস্ত জনবিরোধী নীতি গুলি অবিলম্ভে মেনে নিতে হবে”।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*