চিকিৎসকদের উপর হামলায় ১০ বছরের কারাদন্ড, সুপারিশ খসড়া বিলে

Spread the love

হাসপাতালে কর্মরত চিকিৎসকের উপর হামলা করলে ১০ বছরের কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানার সুপারিশ করা হল স্বাস্থ্য মন্ত্রকের তরফে। দেশজুড়ে চিকিৎসকদের উপর হামলার ঘটনা বেড়ে চলেছে। সেই বিষয়টি নজরে রেখেই এবার কড়া আইন আনতে চলেছে কেন্দ্র। তাই বিলের খসড়া তৈরি করা হচ্ছে। বিলের খসড়া তৈরির আগে স্বাস্থ্য মন্ত্রক সাধারণ মানুষের মতামত চেয়েছিলো। সোমবার খসড়া বিলটি প্রথম জনসমক্ষে পেশ করা হয়।

মন্ত্রকের এক আধিকারিক বলেন, দেশজুড়ে চিকিৎসকদের উপর হামলা রুখতে চাই আমরা। পরিস্থিতির কথা মাথায় রেখে বিলের খসড়া তৈরি করেছি। এই খসড়ায় আরও পরিমার্জন করা যায় কি না, তা খতিয়ে দেখছি।

প্রসঙ্গত, দুই দিন আগেই অসমে রোগীমৃত্যুকে কেন্দ্র করে দেবেন দত্ত নামে সত্তরোর্ধ্ব এক চিকিৎসককে জনরোষের সম্মুখীন হতে হয়। গণপিটুনিতে মৃত্যু হয় সেই চিকিৎসকের। ঘটনায় ২১ জনকে গ্রেফতার করে পুলিশ।

পাশাপাশি চলতি বছরের জুন মাসে রোগীমৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে NRS হাসপাতাল। মারধরে গুরুতর জখম হন পরিবহ মুখোপাধ্যায় নামে এক জুনিয়র চিকিৎসক। এরপর দেশজুড়ে চিকিৎসকরা আন্দোলনে নামেন। রাজ্যজুড়ে বিভিন্ন হাসপাতালের ইনডোর পরিষেবা বন্ধ রেখে আন্দোলন শুরু হয়। তারপরেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে কেন্দ্রীয় সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*