চিরন্তন ব্যানার্জি:-
আরজি করে তরুণী চিকিৎসকে ধর্ষণ করে খুনের ঘটনার পর থেকেই ‘নো সেফটি, নো ডিউটি’, স্লোগানকে সামনে রেখে রাজ্যের প্রতিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মবিরতিতে নেমেছেন ডাক্তারি পড়ুয়ারা। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার দাবিতে অনড় তাঁরা। ফলে ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা। দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ।
এমন পরিস্থিতিতে অচলাবস্থা কাটাতে আরজি করে বৈঠকে বসলেন স্বাস্থ্য ভবনের কর্তারা। তাৎপর্যপূর্ণভাবে এদিনের প্রশাসনিক বৈঠকে উপস্থিত রয়েছেন আন্দোলনকারী পড়ুয়াদের প্রতিনিধিরাও।
সূত্রের খবর, আরজি করের বৈঠকে রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েক-সহ একাধিক কর্তা উপস্থিত রয়েছেন। বৈঠকে রয়েছেন আরজি কর মেডিক্যাল কলেজের নব নিযুক্ত অধ্যক্ষ মানসকুমার বন্দ্যোপাধ্যায়ও। আন্দোলনকারীদের পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসেছেন তাঁরা। বৈঠক থেকে কোনও সমাধান সূত্র বেরিয়ে আসে কিনা এখন সেটাই দেখার।
Be the first to comment