দ্রোহের কার্নিভাল’-এর১৬৩ ধারা জারি নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে ডাক্তাররা, শুনানির আবেদন মঞ্জুর

Spread the love

 

রোজদিন ডেস্ক :-

অশান্তি ছড়াতে পারে ডাক্তারদের ‘দ্রোহের কার্নিভাল’ থেকে। তাই সোমবার বেশ রাতেই রানি রাসমণি ও তার সংলগ্ন এলাকায় ১৬৩ ধারা জারি করেছে কলকাতা পুলিশ। এবার সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্‌স। দ্রুত শুনানির আর্জি জানিয়ে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা। জরুরি ভিত্তিতে বেঞ্চ বসানোর জন্য আবেদন জানান তাঁরা। সেই আর্জি মঞ্জুরও করেছেন প্রধান বিচারপতি।
জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্‌স-এর আবেদনের ভিত্তিতে মঙ্গলবারই বসছে হাই কোর্টের বিশেষ বেঞ্চ। বিচারপতি রবিকিশন কপূরের বেঞ্চে দুপুর ২টো নাগাদ মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।
বিকেল চারটে থেকে আজ রেড রোডে পুজোর কার্নিভাল শুরু হবে। কাছাকাছি সময়েই অন্যদিকে রানি রাসমণি রোড দিয়ে দ্রোহের কার্নিভালের ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। আগেই এই মিছিলের ছাড়পত্র না দিয়ে পুলিশ পরিষ্কার জানিয়েছিল কোনও ভাবেই মিছিল করা যাবে না। অশান্তি ছড়ানোর আশঙ্কা থেকে ১৬৩ ধারা জারি করেছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা।
প্রসঙ্গত, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েই সিনিয়র ডাক্তারদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্‌স মঙ্গলবার ‘দ্রোহের কার্নিভাল’-এর ডাক দিয়েছে। কিন্তু তাতে পুলিশের তরফে কোনও অনুমতি দেওয়া হয়নি। এর আগে মুখ্যসচিব মনোজ পন্থও চিকিৎসক সংগঠনকে ইমেল পাঠিয়ে অনুরোধ জানিয়েছিলেন দ্রোহের কার্নিভাল প্রত্যাহার করার জন্য। ত্রিধারা-কাণ্ডে অভিযুক্তদের জামিন দেওয়ার সময় কলকাতা হাই কোর্ট জানিয়ে দিয়েছিল, পুজোর কার্নিভালে কোনও ভাবেই বিঘ্ন ঘটানো যাবে না। হাই কোর্টের ১১ অক্টোবরের ওই নির্দেশের কথাও ইমেলে উল্লেখ করেছিলেন তিনি। সোমবার রাতে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাও নির্দেশিকার সঙ্গে হাই কোর্টের সেই দিনের নির্দেশের কথা স্মরণ করিয়ে দিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*