রোজদিন ডেস্ক:-
আজকে সন্ধ্যে ৬টায় ১২ থেকে ১৫ জন প্রতিনিধি দলকে আহ্বান জানালো নবান্ন। গতকাল স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম নবান্ন থেকে মেইল করে জুনিয়ার ডাক্তারদের আহ্বান জানিয়েছিলেন আলোচনায় বসার জন্য। সেই বৈঠক হয়নি কারণ জুনিয়র ডাক্তাররা বলেছিলেন সরকারের সদিচ্ছার অভাব। নবান্নের মেইলের পরিপ্রেক্ষিতে সেদিন একটি মাইল করেন সরকারকে।তারপর জুনিয়ার ডাক্তারদের তরফ থেকে নবান্ন ভোর ৩:৪৯ এ একটি মেল পায়।
আজকে দুপুর তিনটে একুশে নবান্ন থেকে চিফ সেক্রেটারি অর্থাৎ মুখ্য সচিব মনোজপন্থ জুনিয়র ডাক্তারদের একটি মেইল করেন সেখানে তিনি লিখেন আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক , আপনাদের ১২ থেকে ১৫ জনের একটি প্রতিনিধিদল সন্ধে ছটায় নবান্নে আসুন। মুখ্য সচিবের জুনিয়র ডাক্তারদের করা মেইলটি আমরা কপি পেস্ট করে দিলাম।
Be the first to comment