
রোজদিন ডেস্ক, কলকাতা:- আরজি কর-কাণ্ডের প্রতিবাদে ফের সিজিও কমপ্লেক্স অভিযানে চিকিৎসক, নার্সরা। সাপ্লিমেন্টারি চার্জশিটের দাবিতে সপ্তাহের প্রথম দিনেই সল্টলেকে সিবিআইয়ের অফিস সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক সিনিয়র চিকিৎসক-নার্সদের সংগঠনের। এই অভিযান ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, তা নিশ্চিত করতে সোমবার সিজিও কমপ্লেক্সের সামনে তৎপর পুলিশ-কেন্দ্রীয় বাহিনী। সিজিও কমপ্লেক্সের গেটের বাইরে বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশাল গার্ডরেল রাখা হয়। গেটের ভিতরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা টহলে রয়েছেন। বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে বচসায়ও জড়িয়ে পড়েন চিকিৎসক-নার্সদের একাংশ। পরে বিক্ষোভকারীদের তরফে পাঁচ প্রতিনিধি ভিতরে যান। ছিলেন দুই মহিলা প্রতিনিধিও।
এদিন বিক্ষোভকারীদের প্রশ্ন , সাত মাস কেটে গিয়েছে। এখনও কেন এই মামলায় সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারেনি? দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার দাবি নিয়েই সোমবার সিজিও কমপ্লেক্স অভিযানে অংশ নেন ডাক্তার, নার্সদের একাংশ। তাঁদের অভিযোগ, সঞ্জয় রায়কে সামনে রেখে বাকিদের আড়াল করার চেষ্টা হচ্ছে।
উল্লেখ্য, সোমবারই ছিল কলকাতা হাইকোর্টে আরজি কর মামলার শুনানি হয়। আরজি করের ডাক্তারি পড়ুয়ার পরিবারের নতুন আবেদনকে সামনে রেখে মামলা শোনেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এদিন বিচারপতি জানতে চান, এই ঘটনায় একজনই অভিযুক্ত নাকি আরও কেউ সন্দেহের তালিকায়, তা আদালতের কাছে স্পষ্ট করতে হবে সিবিআইকে। এরপরই সিবিআইয়ের কাছ থেকে কেস ডায়েরি তলব করেন বিচারপতি।
Be the first to comment