সমৃদ্ধি বিশ্বাস
রাজ্য জুড়েই গ্রামীণ চিকিৎসার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে থাকেন গ্রামীণ চিকিৎসকরা। যার প্রমাণ করোনার সময় হাতে নাতে পাওয়া গেছে। সেই গ্রামীণ চিকিৎসকদের সংগঠন কলকাতায় তাদের সমাবেশকে সামনে রেখে একটি প্রস্তুতি বা আলোচনা সভার আয়োজন করেছিল বেত্রাগড় গ্রামে।
তৃণমূল স্তরে তাঁরা চিকিৎসা পরিষেবা দিলেও তাঁদেরও কিছু চাওয়া পাওয়ার আছে যা তাঁরা সেভাবে পান না। সেই আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের ব্লকের দায়িত্বপ্রাপ্ত রাশেদ আলী হালদার, সমীর রায়, বিশ্বজিৎ পোড়েল,জগবন্ধু হাজরা সহ অন্যান্যরা। আলোচনা শেষে সকলকে মিষ্টির প্যাকেট ও উপহার হিসাবে একটি সুন্দর ব্যাগ দেওয়া হয়।
Be the first to comment