ফের ধর্মঘটের রাস্তায় হাঁটতে চলেছেন চিকিৎসকরা ৷ বুধবার দেশ জুড়ে এই ধর্মঘটের ডাক দিয়েছেন তাঁরা ৷ তবে তাঁরা জানিয়ে দিয়েছেন তাঁদের এই ধর্মঘটের জন্য কোনওভাবেই জরুরি পরিষেবা ব্যহত হবে না ৷ ইণ্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয় ৷ বুধবার সকাল ৬টা থেকে শুরু হয়ে দিনভর চলবে চিকিৎসকদের কর্মবিরতি।
জানা গিয়েছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন বিল পাশ করার প্রতিবাদে তাঁরা ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছেন ৷ দেশের চিকিৎসা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন করে বিলটি আনা হয়েছে বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। যদিও আইএমএ-এর দাবি, ওই বিল আইনে পরিণত হলে মেডিক্যাল শিক্ষার গোটাটাই নিয়ন্ত্রণ করবে কেন্দ্র। পাশাপাশি তাঁদের অভিযোগ, বিল অনুযায়ী হাতুরে চিকিৎসকদের মর্যাদা দেওয়ায় দেশজুড়ে তাঁদের রমরমা বাড়বে, ফলে ক্ষুণ্ণ হবে চিকিৎসকদের মর্যাদা, এ ছাড়াও একাধিক সমস্যার সম্মুখীন হবেন চিকিৎসকরা।
প্রসঙ্গত, চিকিৎসকদের প্রবল আপত্তি সত্ত্বেও সোমবার লোকসভায় পাস হয়ে যায় জাতীয় মেডিক্যাল কমিশন বিল। আর তাতেই ক্ষোভে ফেটে পরেন চিকিৎসকরা। সোমবার সকালে এইমস থেকে প্রায় পাঁচ হাজার চিকিৎসক ও চিকিৎসাকর্মী মিছিল করেন NMC বিলের প্রতিবাদে। সব মিলিয়ে বিল নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে চিকিৎসক মহলে।
Be the first to comment