লাগাতার শ্রমিক আন্দোলনের হুমকি দিয়েছিলেন শ্রমিক নেত্রী, সাংসদ দোলা সেন। ৩ আগস্ট রানী রাসমণি রোডের বিশাল শ্রমিক সমাবেশ থেকে। ইস্যু কেন্দ্রের বিলগ্নিকরণ সিদ্ধান্তের বিরোধিতা। ৮ আগস্ট বৃহস্পতিবার অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডের হেড অফিস, আয়ুধ ভবনের সামনে হলো দিনভর কর্মসূচী। বিক্ষোভ দেখালেন দোলা সেন।
প্রতিরক্ষা দফতরের অন্তর্গত এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডেও বিলগ্নিকরণের আঁচ এসে পড়েছে। এটা দেশের নিরাপত্তার ক্ষেত্রেও ক্ষতিকর। বহু শ্রমিক তাঁদের জীবন মৃত্যু নিয়ে আজ এক প্রশ্নচিহ্নের মুখোমুখি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বৃহস্পতিবার বৃষ্টিস্নাত কলকাতায় অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডের সামনে দোলা সেনের নেতৃত্বে বিশাল বিক্ষোভ সমাবেশ হয়। কেন্দ্রকে যে তাঁরা এই ইস্যুতে রেয়াত করবেন না তা দলার বক্তব্যে স্পষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই আন্দোলনকে আরও বহুমুখী করে এগিয়ে নিয়ে যাবেন তাঁরা। প্রয়োজনে রিলে অনশন।
এদিন কী বললেন দোলা সেন?
শুনুন!
দেখুন ছবি-
Be the first to comment