করোনা আতঙ্কের জেরে ক্রমেই নিম্নমুখী ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার দাম। লকডাউনের জেরে এখন শেয়ার বাজারে ধস নেমেছে ৷ টাকার দামে লাগাতার এই পতন দেখা যাচ্ছে ৷ আজ, শুক্রবার মার্কিন ডলারের তুলনায় টাকার দর আরও ৪৮ পয়সা পড়েছে ৷ ফলে এখন ১ ইউএস ডলারের ভারতীয় মুদ্রায় দাম দাঁড়াল ৭৬.০৮ টাকা ৷
একমাসেরও বেশি সময় ধরে টাকার দামে এই লাগাতার পতন দেখা যাচ্ছে। আগামী দিনে টাকার দামে আরও পতন হতে পারে বলে জানাচ্ছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। করোনা আতঙ্কে সম্পূর্ণ লকডাউন পরিস্থিতি একাধিক দেশে ৷ করোনার প্রভাবে কার্যত ধুঁকছে বিশ্ব অর্থনীতি। শেয়ারবাজারেও লেগে রয়েছে লাগাতার পতন। সম্পূর্ণ লকডাউন পরিস্থিতি একাধিক দেশে। বৈদেশিক মুদ্রার ব্যবসায়ীরা বলেছেন এই সংক্রমণ জারি থাকলে চলতি সপ্তাহে আরও কমতে পারে টাকার দাম। গত ১৬ মাসের মধ্যে এই প্রথম টাকার দামে এত বড় পতন লক্ষ্য করা গেল বলে জানাচ্ছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
Be the first to comment