বর্ষার শুরুতেই বিপত্তি! হাওড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হল কিশোরের। ডোমজুড়ের সলপ গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। এলাকার আবর্জনা নিয়মিত পরিষ্কার না হওয়ায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। গ্রামের বহু মানুষের শরীরে জ্বর সহ ডেঙ্গুর অন্যান্য লক্ষণ দেখা দিয়েছে। গত এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন প্রায় ৪০ জন। প্রতিদিনই বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যাও।
মৃত কিশোরের নাম রবি হাজরা (১৬)। পঞ্চায়েত প্রধানের দাবি, মানুষ একদমই সচেতন নন। মানুষকে আরও সচেতন হতে হবে। তাঁর দাবি, করোনার কারণে গত দু’বছর কাজ সেভাবে করা যায়নি। তবে এখন কাজ হচ্ছে। নিয়মিত সাফাইয়ের কাজ হচ্ছে। ক্যাম্প করে রক্তপরীক্ষাও করা হচ্ছে। পঞ্চায়েত থেকে অনেক চেষ্টা করা হচ্ছে। কিন্তু মানুষ তো ঘরের ফ্রিজেই জল জমাচ্ছে। একাধিক জায়গায় উদ্ধার হয়েছে ডেঙ্গুর লার্ভাও।
ডেঙ্গির কারণে যে সব লক্ষণ দেখা দেয় তার অন্যতম হল, সারা শরীরে অসহ্য ব্যথা-সহ জ্বর, সঙ্গে বমি বমি ভাব, চোখের পিছনে ব্যথা এবং সারা শরীরে র্যাশ। কিছু ক্ষেত্রে এটি প্রাণঘাতী হতে পারে। মূলত এডিস মশার কামড় এড়িয়ে চলাই ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায়। এডিস মশার বংশবিস্তারের উপযোগী বিভিন্ন দ্রব্য, যেমন, কাপ, টব, টায়ার, ডাবের খোলস, গর্ত, ছাদ ইত্যাদিতে জল আটকে রাখা যাবে না। মশারিও টাঙাতে হবে নিয়মিত।
Be the first to comment