‘জি-৭ সেকেলে’, ভারতকে অন্তর্ভুক্ত করে জি-১০/১১ চান ট্রাম্প

Spread the love

G-7-কে সম্প্রসারিত করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের সাতটি উন্নত অর্থনীতির দেশের দলকে বাড়িয়ে জি-১০ বা জি-১১ করার পক্ষপাতী তিনি। সেই তালিকায় তিনি চান ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও রাশিয়াকে।

বর্তমান যে জি-৭ রয়েছে তাকে সেকেলে বলে চিহ্নিত করে তাঁর এই নয়া চিন্তাভাবনার কথা ঘোষণা করেন তিনি। জানান, জুনে জি-৭ শীর্ষ বৈঠকের যে কথা ছিল, তা তিনি পিছিয়ে দিতে চান। কারণ তিনি ভারত, রাশিয়-সহ কয়েকটি দেশকে সেই বৈঠকে আমন্ত্রণ জানাতে চান। এ বার জি-৭ বৈঠক আয়োজনের দায়িত্ব আমেরিকার উপর।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘বিশ্বে যা হচ্ছে, তার সঠিকভাবে প্রতিনিধিত্ব জি-৭ করতে পারে বলে আমি মনে করি না। বিভিন্ন দেশকে নিয়ে তৈরি এটা খুবই সেকেলে একটা দল।’ তিনি বর্ধিত আকারের বৈঠকে ভারত, রাশিয়া ও দক্ষিণ কোরিয়াকে আমন্ত্রণ জানাতে চান বলে জানান ট্রাম্প। বলেন, রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার আগে বা পরে সেপ্টেম্বরে এই বৈঠক হবে। তিনি আরও বলেন, ‘হয়তো নির্বাচনের পরেও আমি তা করতে পারি।’ আগামী নভেম্বর মাসে আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচন রয়েছে।

এই করোনা আতঙ্কের মধ্যেই মার্কিন মুলুকে জি-৭ বৈঠক ডাকার বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি চান, বৈঠকে সশরীরে হাজির হোন রাষ্ট্রপ্রধানরা। শনিবার জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের দফতর থেকে জানিয়ে দেওয়া হয়েছে, করোনার প্রকোপ এ ভাবে বজায় থাকলে তিনি এই বৈঠকে যাবেন না।

এদিকে, ইউরোপের কিছু দেশ আকাশপথ খুলে দিলেও যে ভাবে তারা সবাই ইতালিকে তালিকা থেকে বাদ দিয়ে দিচ্ছে, তাতে এ দিন অসন্তোষ প্রকাশ করেন সে দেশের বিদেশমন্ত্রী। তাঁর হুঁশিয়ারি, এ ভাবে ইতালিকে অচ্ছুৎ করে রাখলে অচিরেই ইউরোপীয় ইউনিয়নের পতন হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*