ট্রাম্পের অভিবাসন নীতির বলি হচ্ছে হাজার হাজার শিশু, কিশোর। সম্প্রতি একটি গোপন রেকর্ডিং প্রকাশ করেছে ‘প্রোপাবলিকা’ নামের একটি এনজিও। সেই রেকর্ডিংয়ে বিভিন্ন বয়সী শিশুদের কাঁদতে শোনা গেছে। এরপরেই মার্কিন অভিবাসন নীতির সমালোচনায় সরব হয় বিভিন্ন মহল। জানা গেছে, এদের অধিকাংশই এসেছে মেক্সিকোসহ মধ্য আমেরিকার বিভিন্ন দেশ থেকে। মা-বাবার হাত ধরে সীমান্ত পেরনোর সময় ধরা পড়েছে অভিবাসন দফতরের হাতে। অভিভাবকদের নিয়ে যাওয়া হয়েছে কোনও এক অজানা জায়গায়। শিবিরে কার্যত অনাথ অবস্থায় দিন-রাত কাটছে শিশু-কিশোরদের।
এই ‘জিরো টলারেন্স’ নীতির কারণে গত তিনমাসে প্রায় ২০০০ শিশুকে অভিভাবকদের থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এই শিশুদের জীবনযন্ত্রণার কথা এতদিন প্রচারমাধ্যমের নজর থেকে তাদের দূরে সরিয়ে রাখা হয়েছিল। সমালোচনা করেছে জাতিসংঘও। “শিশুদের তাদের অভিভাবকের থেকে বিচ্ছিন্ন রাখাটাও ‘সরকার-অনুমোদিত শিশু নির্যাতন’ বলেও সমালোচনা করেছে সংস্থাটি। সমালোচনা করেছেন প্রাক্তন ফার্স্ট লেডি লরা বুশসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও।
Be the first to comment