‘দানবিক হবেন না’, রামনবমী নিয়ে বিজেপিকে কড়া বার্তা মমতার

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- রামনবমীকে সামনে রেখে রাজ্যে অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে বিজেপিকে নিশানা করে তীব্র আক্রমণ করেন মমতা। তৃণমূল সুপ্রিমো বলেন, “দয়া করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করবেন না। বাংলার মানুষ সহ্য করবে না।”
ঈদের মতো শান্তিপূর্ণভাবে রামনবমী, বাসন্তী পুজো এবং নববর্ষ পালনের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “ধর্ম মানেই কর্ম। ধর্ম মানে মানবিকতা। দানবিক হবেন না। আমি চাই, সব ধর্মীয় উৎসব প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে, নিয়ম মেনে সম্পন্ন হোক।”
বিজেপির বিরুদ্ধে মমতার অভিযোগ, রামনবমীকে কেন্দ্র করে রাজ্যে ধর্মীয় উত্তেজনা ছড়ানোর চেষ্টা হচ্ছে। গেরুয়া শিবিরকে কটাক্ষ করে তিনি বলেন, “মানুষের মধ্যে বিভাজন ঘটিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বিজেপি। গেরুয়া আর রক্তিমকে এক করে তুলছে। ওরা ধর্মের নামে এক নতুন চালু সংস্কৃতি আমদানি করেছে, যেটা রামকৃষ্ণের নয়, স্বামী বিবেকানন্দের নয়, তপোবনের নয়, বেদ-উপনিষদের নয়। এটা বাংলার সংস্কৃতি নয়।”
সাম্প্রতিক লন্ডন সফরের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, “আমাকে বিদেশে প্রশ্ন করা হয়, আমি হিন্দু কি না? এই প্রশ্ন তোলার সাহস হয় কীভাবে? আমি বিজেপিকে কোনও জবাব দিতে বাধ্য নই। ধর্ম আমার ব্যক্তিগত বিশ্বাস, তার ব্যবহার করে কেউ যদি রাজনীতি করতে চায়, তার জবাব বাংলার মানুষই দেবে।”
রাজ্যজুড়ে গেরুয়া শিবিরের ‘ধর্মীয় মিছিল’ এবং বিপুল ব্যয়ে পোস্টার-ব্যানার দিয়ে প্রচারে ছয়লাপে ক্ষোভপ্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো। মমতা বলেন, “এটা সুপরিকল্পিত চক্রান্ত। লক্ষ লক্ষ টাকা খরচ করে ধর্মের নামে রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি করা হচ্ছে। বাংলার মাটি তা বরদাস্ত করবে না।”
বিজেপিকে সরাসরি কটাক্ষ করে মুখ্যমন্ত্রীর বার্তা, “জুমলা পার্টিকে বলি ধর্ম পালন করুন, অন্নপূর্ণা পুজো করুন, বাসন্তী পুজো করুন। কিন্তু দয়া করে বাংলার সংস্কৃতিকে কলঙ্কিত করবেন না। বাংলার মানুষ ধর্ম পালন করে, ধর্ম নিয়ে ব্যবসা করে না।” সাংবাদিক বৈঠকের শেষে মুখ্যমন্ত্রী কার্যত কড়া বার্তা দেন “বাংলা শান্তি চায়, সম্প্রীতি চায়। ধর্ম থাকুক হৃদয়ে, রাজনীতি নয় ৷”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*