“ঘুরে ট্যুরে”- ‘চলুন ঘুরে আসি ডুয়ার্স’

Spread the love

মাসানুর রহমান,

এই অঞ্চলের গড় উচ্চতা ১৫০-১৭০০ মিটারের মধ্যে। হিমালয়ের পাদদেশ তথা সমভূমি ও পর্বত অঞ্চলের মিলনস্থানে ডুয়ার্স এর অবস্থান।ডুয়ার্সকে সংকোশ নদী দুই ভাগে ভাগ করেছে। এই নদীর পূর্বের অংশকে বলা হয় পূর্ব ডুয়ার্স বা অসম ডুয়ার্স এবং পশ্চিমের অংশকে বলে পশ্চিম ডুয়ার্স বা পশ্চিমবঙ্গ ডুয়ার্স।

এখানকার বনাঞ্চলগুলি হলঃ গোরুমারা অভয়ারণ্য, বক্সা জাতীয় উদ্যান, জলদাপাড়া অভয়ারণ্য, মহানন্দা বন্যপ্রাণী অভয়ারন্য, কাজিরাঙ্গা, মানস জাতীয় উদ্যান।

ছোটো বড় পাহাড়। পাহাড়ি রাস্তা এঁকে বেঁকে মিশেছে দূরের পাহাড়ে। আঁধো আলো পরিবেশ।তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে শাল, সেগুন গাছ। এখানে-ওখানে দু-একটা ঘরবাড়ি। সবকিছু মিলিয়ে ডুয়ার্সের পরিবেশ নিঝুম, নিরিবিলি। অপূর্ব প্রাকৃতিক পরিবেশের জন্য ডুয়ার্স অন্যতম বেড়াতে যাওয়ার ঠিকানা। ডুয়ার্সের প্রাকৃতিক রূপ বারবার জায়গা করে নেয় সাহিত্যে।

এখানে গেলে ঘুরবেন চাপরামারি, গজলডোবা, বক্সা টাইগার রিসার্ভ, বক্সা ফর্ট, গরুমারা জাতীয় উদ্যান, চেলসা, জলদাপাড়া জাতীয় উদ্যান, রাজাভাতখাওয়া, বিন্দু, হাসিমারা, গোঁরবাতান, ঝালংয়ের মতো সুন্দর জায়গা।

কিভাবে যাবেনঃ হাওড়া, শিয়ালদহ বা কলকাতা থেকে ট্রেনে নিউ জলপাইগুড়ি নেমে সেখান থেকেই বুকিং গাড়ি বা শেয়ার কারেও যেতে পারবেন ডুয়ার্স। এখানে হোটেল ছাড়াও হোম স্টে আছে অনেক। এছাড়া আপনি অনলাইন চেক করে বুকিং করে নিতে পারেন। এবং কিছু সরকারি দপ্তরের গেস্ট হাউসও আছে।