৩ দশক পর মন্ত্রী পেল ডুয়ার্সের চা বলয়

Spread the love

অবশেষে প্রাপ্তি । দীর্ঘ তিন দশক পর মন্ত্রী পেল ডুয়ার্সের চা বলয় । সেই কারণেই খুশির হাওয়া জলপাইগুড়িতে । জলপাইগুড়ি জেলার মালবাজারের চা মহল্লার বুলুচিক বড়াইক আজ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন । মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় সরকারের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলাবেন বুলুচিক বড়াইক।

অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়েছেন বুলুচিক বড়াইক । পাশাপাশি আদিবাসী উন্নয়ন দফতরটিও তাঁকেই দেখতে হবে । জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলা চা বাগান অধ্যুষিত এলাকা । দীর্ঘদিন থেকেই আদিবাসীরা তাঁদের ন্যায্য পাওনা-গণ্ডা থেকে বঞ্চিত বলে অভিযোগ । যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে আদিবাসীদের জমির পাট্টা দেওয়া ও দুয়ারে সরকারের মাধ্যমে তপশিলি জাতি উপজাতিদের শংসাপত্র দেওয়া হয়েছে ।

অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের মন্ত্রী বুলুচিক বড়াইক নতুন দায়িত্ব নিয়ে বলেন, “আদিবাসী ও পিছিয়ে পড়া জনজাতিদের জন্য কাজ করব । আমাকে মুখ্যমন্ত্রী কাজ করার সুযোগ করে দিয়েছেন । এই সুযোগ কোনও ভাবেই আমি হাতছাড়া করতে চাই না । ভাবতেই পারিনি আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় মন্ত্রী হব । তবে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের অনেক কাজ ৷ পিছিয়ে পড়া জনজাতিদের স্বাস্থ্য শিক্ষা, সব মিলিয়ে তাঁদের সমাজের সামনের সারিতে নিয়ে আসাই আমার প্রথম কাজ হবে ।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*