পা পিছলে রবিবার রাতে চা বাগানের নালায় উল্টে পড়ে গিয়েছিল একটি হাতির ছানা। বহু কসরত করে সোমবার তাকে উদ্ধার করলেন বনকর্মীরা।
এ দিন রাতে ডুয়ার্সের তারঘেরার জঙ্গল থেকে বেরিয়ে ধুমসি পাড়ার দিকে যাচ্ছিল ৪০ টি হাতির একটি দল। বিস্তীর্ণ চাষের খেতে ঢুকে ফসল নষ্ট করে দেদার। পেটপুরে খাবার খেয়ে এরপর ফিরে যাচ্ছিল তারঘেরা জঙ্গলের দিকেই। তখনই কোনওভাবে দলছুট হয়ে যায় ছোট্ট ছানাটি।
বনকর্মীরা মনে করছেন, দলকে খুঁজতে গিয়ে কাদামাটিতে পা হড়কে উল্টে নালায় পড়ে যায় ছানাটি। এরপর শূন্যে পা তুলে চিৎকার শুরু করে দেয়। ভোররাতে সেই চিৎকার শুনে ছুটে আসে গ্রামবাসীরা। এরপর তাঁরাই খবর দেন বন দফতরে। মাল এলিফ্যান্ট স্কোয়াডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে জেসিপি নিয়ে উদ্ধার কাজ শুরু করে। দীর্ঘক্ষণের চেষ্টায় হাতিটিকে তুলতো সক্ষম হন বনদফতরের কর্মীরা। তারপর তাকে ফেরত পাঠানো হয় তারঘেরার জঙ্গলে।
অনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী বলেন, “হাতির ছানাটিকে উদ্ধার করে তারঘেরার জঙ্গলে ফিরিয়ে দেওয়া হয়েছে। মানুষের সংস্পর্শে আসা হাতিটিকে তার দল আবার ফিরিয়ে নেয় কি না, সেটাই এখন দেখার। পাশাপাশি তার পায়ে চোট আছে কি না সেদিকেও নজর রাখা হচ্ছে।”
Be the first to comment