নিজস্ব প্রতিনিধি,
পুজো আসছে। সেই উপলক্ষে প্রকাশিত হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকার পুজো সংখ্যা। শোভা পাচ্ছে বিভিন্ন স্টলে স্টলে। সাড়া পড়ে গেছে পাঠক মহলে। আলোচনা, কোন পুজো সংখ্যা কীরকম হল। কোন কবি-সাহিত্যিক কোথায় কী লিখলেন? এইসব নিয়েই দূরদর্শন কলকাতা আয়োজন করেছে একটি বিশেষ অনুষ্ঠান ‘পুজো সাহিত্য কোন পথে’। অংশগ্রহণ করেছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, সুবোধ সরকার, শ্যামলকান্তি দাশ, শংকর চক্রবর্তী, রূপা মজুমদার, ইন্দ্রাণী রায়, বিনোদ ঘোষাল, হিমাদ্রিকিশোর দাশগুপ্ত, প্রাণনাথ শেঠ, গৌতম হাজরা প্রমুখ। সংযোজনা করেছেন অংশুমান চক্রবর্তী। প্রযোজনা কৃষ্ণপদ দাশ। ডিডি বাংলায় অনুষ্ঠানটি দেখা যাবে 3 অক্টোবর 2018 রাত 9-05 মিনিটে। পুণঃ সম্প্রচার 4 অক্টোবর 2018 সকাল 8 টায়।
Be the first to comment