বুধবার দুপুরে আগুন লাগল দিল্লির দূরদর্শন ভবনে। এসি প্ল্যান্ট থেকে আগুন লাগে। দমকলের চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। দুপুর পর্যন্ত হতাহতের খবর নেই।
এদিন সকালে দিল্লির পাহাড়গঞ্জ অঞ্চলে একটি বহুতল বাড়ির একতলায় আগুন লাগে। যাঁরা ওপরের তলায় থাকেন তাঁরা আটকে পড়েন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে, ওপর তলার বারান্দার গ্রিল থেকে এক মহিলা ঝুলছেন। ওই ফ্ল্যাটে তাঁর স্বামীও আটকে পড়েছিলেন। পুলিশ পাশের বাড়ির তালা ভেঙে, হিউম্যান চেন তৈরি করে দুজনকে বাঁচায়। দিল্লি পুলিশের ডিএসপি (সেন্ট্রাল) এম এস রনধাওয়া বলেন, আমাদের কর্মীরা সাহসের সঙ্গে কাজ করেছেন।
এদিনই সকালে আর এক মহানগরী মুম্বইয়ের ক্রিস্টাল টাওয়ার নামে একটি বাড়িতে আগুন লাগে। ওপরের তলার বাসিন্দারা তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে চেষ্টা করেন। তখনই মারা যান চারজন। দমকলকর্মীরা ক্রেন দিয়ে অনেককে উদ্ধার করেন।
Be the first to comment