দ্বিতীয়বার ক্ষমতায় এসেই দোভালকে পুরস্কার দিলেন নরেন্দ্র মোদী। জাতীয় নিরাপত্তা উপদেষ্টাই থাকছেন অজিত দোভাল। তাঁকে আরও পাঁচ বছর ওই পদে রেখে দেওয়া হচ্ছে। একইসঙ্গে তাঁকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদাও দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, উরি হামলার পর, দোভালের পরিকল্পনাতেই ২০১৬ সালে সার্জিক্যাল স্ট্রাইক ভারতের। পুলওয়ামা হামলার পর বালাকোট এয়ারস্ট্রাইকের পিছনেও অজিত দোভালের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। লোকসভা ভোটের প্রচারে বারবার এই দুটি বিষয়ের কথা তুলে ধরেছিলেন মোদীও। ২০১৪ সালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছিল দোভালকে।
Be the first to comment