পরিস্থিতি খতিয়ে দেখতে নিজেই জম্মু ও কাশ্মীর যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। জানা গিয়েছে, তাঁর সঙ্গে কাশ্মীর সফরে যাওয়ার কথা গুরুত্বপূর্ণ নিরাপত্তা আধিকারিকদেরও। সোমবার সংসদে ৩৭০ ধারা রদের ঘোষণা করার পরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় আট হাজার আধাসামরিক বাহিনীকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় কাশ্মীর উপত্যকায় ৷ কাশ্মীর নিয়ে নয়া সিদ্ধান্তের পর কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে সরকার।
এদিকে পরিস্থিতি আঁচ করতে পেরে রবিবারই অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রসচিব ও অন্য গুরুত্বপূর্ণ আধিকারিকরাও এই বৈঠকে ছিলেন। এরপরই মধ্যরাত থেকে জম্মুতে ও শ্রীনগরে জারি করা হয় ১৪৪ ধারা ৷ কাশ্মীরের কিছু অংশে বন্ধ করে দেওয়া হয় ফোন ও ইন্টারনেট পরিষেবা ৷
উল্লেখ্য, গত সপ্তাহ থেকেই গোটা উপত্যকায় নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। ধাপে ধাপে মোট ৩৫ হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। গত শুক্রবারই পর্যটক ও অমরনাথ যাত্রীদের যত তাড়াতাড়ি সম্ভব কাশ্মীর ছাড়ার নির্দেশিকা জারি করেছিলেন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক। রাজ্যের প্রায় সর্বত্র চলছে কড়া তল্লাশি, টহলদারি।
Be the first to comment