ভারতীয় ক্রিকেট দলের মি. ডিপেন্ডবিল নামে একজনকেই বলা হয় সেটা হলেন ‘দ্য ওয়াল’ রাহুল দ্রাবিড়। খেলোয়াড় জীবনে তিনি অসাধারণ সব ইনিংস উপহার দিয়েছেন। সেই সকল অনন্য সব ইনিংসে ভারতকে এনে দিয়েছেন একের পর এক সফলতা আর নিজেকে নিয়ে গেছেন কিংবদন্তীর পর্যায়ে। টেস্ট এবং একদিনের আন্তর্জাতিক মিলিয়ে মোট ৪৮ সেঞ্চুরির মালিক এই রাহুল দ্রাবিড়। সচিন তেন্ডুলকরের পরেই মোট সেঞ্চুরির সংখ্যায় দ্বিতীয়জন। তিনি খেলার মাঠ থেকে অবসর নেন ২০১২ সালে। আজ ১১ই জানুয়ারী এই কিংবদন্তী ক্রিকেটারের জন্মদিন। ৪৫এ পা রাখলেন তিনি। ভারতে তাঁর সহ ক্রিকেটার এবং সতীর্থরা ট্যুইটারের মাধ্যমে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সেই তালিকায় সচিন তেন্ডুলকর থেকে শুরু করে আছেন মহম্মদ কাইফ, ইরফান পাঠান, হরভজন সিং, চেতেশ্বর পুজারা, আর পি সিং এবং সুরেশ রায়না।
এখন ভারতের অনূর্ধ্ব-১৯ দলের কোচ রাহুল দ্রাবিড় বিশ্বকাপের মিশনে দলকে নিয়ে নিউজিল্যান্ডে আছেন। আজ জন্মদিনে রাহুল দ্রাবিড় একটি মিষ্টি উপহার পেয়েছেন তাঁর ছেলে সামিত দ্রাবিড়ের থেকে। কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের ‘বিটিআর কাপ অনূর্ধ্ব-১৪’ টুর্নামেন্টে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জিতিয়েছে সামিত। বুধবার তার ১৫০ রানের ইনিংস মাল্য আদিতি ইন্টারন্যাশনাল স্কুলকে এনে দিয়েছে ৪১২ রানের বিশাল জয়। শুধু দ্রাবিড়ের ছেলেই নয়, এদিন সেঞ্চুরি করেছেন ভারতের আর এক প্রাক্তন ক্রিকেটার সুনিল যোশির ছেলে আরিয়ান যোশিও। এই দু’জনের ব্যাটে ভর করে ৫০ ওভারে ৫ উইকেটে ৫০০ রান করে দল। জবাবে মাত্র ৮৮ রানেই অলআউট হয়ে যায় বিকেকানন্দ স্কুল।
কিংবদন্তী এই বাবার জন্মদিনে ছেলে সামিতের কাছ থেকে এর চেয়ে বড় মিষ্টি উপহার আর কি-ই বা হতে পারে।
Be the first to comment