শুক্রবার থেকে শুরু হল কলকাতা পৌরনিগমের ড্রাইভ ইন ভ্যাকসিনেশন। পার্ক সার্কাসের শপিং মলে নিজেদের গাড়ি নিয়ে এলেই মিলবে করোনা টিকা। টিকা পেতে কলকাতা পৌরনিগমের হোয়াটসঅ্যাপে আগে বুকিং করতে হবে। বুকিংয়ের সময় দিয়ে দেওয়া হবে করোনার টিকা প্রাপককে। সেই সময় মতো পৌঁছে যেতে হবে কোয়েস্ট মলের পার্কিং লটে। মলের পার্কিং লটে দেওয়া হচ্ছে করোনা টিকা। সেইসঙ্গে এ দিন একটি অক্সিজেন পার্লার বাসও চালু করা হয়। এই বাসটি পার্ক সার্কাস এলাকায় থাকবে। এলাকায় কোনও ব্যক্তির অক্সিজেন প্রয়োজন হলে সেই বাসটি চলে যাবে অক্সিজেন পরিষেবা দিতে।
আজ পার্ক সার্কাসের মলের সামনে কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ড্রাইভ ইন ভ্যাকসিনেশন কর্মসূচির উদ্বোধন করেন । এ দিন তিনি জানিয়েছেন, করোনার তৃতীয় স্রোত আসার আগেই শহরে আরও বেশি করে টিকাকরণ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে । হোয়াটসঅ্যাপে বুকিং করে নিজেদের গাড়ি করেই শপিং মলে পার্কিং লটে গেলে দিয়ে দেওয়া হবে করোনার টিকা ।।
এখানে প্রতিদিন এই বাসে 300জনকে টিকা দেওয়া হবে । টিকা নেওয়ার পর আধ ঘণ্টা অপেক্ষা করবেন টিকাপ্রাপ্ত ব্যক্তি । তিনি যদি অসুস্থ বোধ করেন, সঙ্গে সঙ্গে চিকিৎসকরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন ।
এ দিন কলকাতা পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য ফিরহাদ হাকিম জানিয়েছেন, ইতিমধ্যেই শহরে সুপার স্প্রেডারদের টিকাকরণ শুরু হয়ে গিয়েছে । প্রতিদিন কলকাতা শহরে ৩০ হাজার ভ্যাকসিন দেওয়া হচ্ছে । তিনি জানিয়েছেন, ফ্রন্টলাইন ওয়ার্কারদের টিকাকরণ চলছে শহরজুড়ে । সেইসঙ্গে কেবল টিভি কর্মী, পরিচারিকা, দারোয়ান, আইনজীবী, ব্যাঙ্ককর্মী, শিক্ষকদের সুপার স্প্রেডার গ্রুপে টিকাকরণ শুরু হয়েছে ।
এ দিন ভ্যাকসিন ইন হুইল শুরু হয়েছে লেক মার্কেটে । গতকাল পোস্তা বাজার থেকে শুরু হয় এই কর্মসূচি । আজ লেক মার্কেটের বাইরে লম্বা লাইনে দাঁড়িয়ে বাজারে টিকা নেন ব্যবসায়ীরা ।
Be the first to comment