এবার ড্রাইভিং লাইসেন্সের সঙ্গেও আধার কার্ড যুক্ত করার প্রস্তাব। মঙ্গলবার এই কথা জানালেন কেন্দ্রীয় আইন-শৃঙ্খলা মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তাঁর মতে, এই বিষয়ে এখনই পদক্ষেপ গ্রহণ করা উচিত। তাহলে মদ্যপ গাড়ি চালকদের সহজেই সনাক্ত করা সম্ভব হবে। মদ্যপ চালকের হাতে পথচারীর মৃত্যুর বহু নজির রয়েছে। অনেক সময় দেখা যায়, এই অপরাধীরা আইনের চোখকে ফাঁকি দিয়ে এক রাজ্য থেকে পালিয়ে অন্য রাজ্যে গা ঢাকা দিচ্ছে। ভুয়ো নথি দিয়ে নিজের নাম, পরিচয় পাল্টে ফেলছে। আধার যুক্ত করা হলে পরিচয় পাল্টালেও আঙুলের ছাপ পাল্টানো যাবে না। বিষয়টি নিয়ে তিনি কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করির সঙ্গেও কথা চলছে বলেও জানান।
এর আগে গত ফেব্রুয়ারি মাসেও ভুয়ো লাইসেন্স আটকাতে আধার কার্ড যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। যদিও বিষয়টি বেশি দূর এগোয়নি সেবার।
Be the first to comment