বিশেষ প্রতিনিধি,
দেশের জন্য কিছু করতে চেয়েছিলেন৷ সেই তাগিদ থেকেই বি-টেক পাশ ইশান আগরওয়াল তৈরি করেন “Foton I” নামক ড্রোন৷ এবার জঙ্গি, মাওবাদীদের নজরদারিতে এবং তাদের খতম করতে জলন্ধরের ইশান তৈরি করে ফেললেন এমনই এক শক্তিশালী উন্নতমানের ড্রোন৷
নজরদারির ক্ষেত্রে ২৪ ঘন্টায় কাজে লাগানো যেতে পারে এই ড্রোনকে৷
ইশান জানিয়েছেন, ড্রোনের প্রযুক্তি সম্পর্কে জানতে গিয়ে আমেরিকার Massachusetts Institute Of Technology ( MIT)-র ছাত্ররা এই সংক্রান্ত একটি সফটওয়্যার তৈরি করেছে বলে তিনি জানতে পারেন৷ এর থেকেই ইশান জানতে পারেন তাঁর মডেলটি ৯৬ শতাংশ সঠিক৷
এর সাহায্যে কমপক্ষে এক কিমির মধ্যে থাকা জঙ্গিঘাঁটি খুঁজে বের করতে সক্ষম এই ড্রোন৷ জঙ্গিঘাঁটিকে চিহ্নিত করে গ্রাউন্ড কন্ট্রোল সিস্টেমে সিগন্যাল পাঠিয়ে দেওয়া হবে যা অনুপ্রবেশের বিষয়ে তথ্য প্রদান করবে৷ পাশাপাশি অন্য একটি অস্ত্রসজ্জিত ড্রোনকে জঙ্গি নিধনে পাঠানো যেতে পারে, যা জঙ্গিঘাঁটিতেই জঙ্গিদের খতম করবে৷ পাঁচ মিনিটের মধ্যেই ৭-৮ কিমি রেঞ্জের মধ্যে এই অস্ত্রসজ্জিত ড্রোন তার কাজ করতে সক্ষম৷
উচ্চপদস্থ প্রতিরক্ষা আধিকারিকদের অনুমতি পেয়ে ইশান রাজ্য সরকারের কাছে এর ব্যবহারের জন্য আবেদন করেও কোনও প্রত্যুত্তর পাননি বলে জানান ইশান৷ এরপর তিনি গুজরাত সরকারের প্রতিরক্ষা বিভাগের আধিকারিকদের এই বিষয়ে জানান, এবং আগামী মাসেই তাদের কাছে এই মডেলটি তুলে ধরবেন তিনি৷
Be the first to comment