বিশেষ প্রতিনিধি,
ড্রোনের ঘাঁটি তৈরি করতে চিন সীমান্তে ৬০ একর জমি নিচ্ছে ভারতীয় সেনা। কুমায়নের পান্তনগরে নেওয়া হচ্ছে সেই জমি। সেখানেই বানানো হবে বেস। এই প্রথমবার উত্তরাখণ্ড থেকে ড্রোন অপারেট করা হবে। বর্তমানে সেনাবাহিনীর ইউএভি বেস রয়েছে অসমের লালবাড়ি ও কুম্ভীগ্রামে। এক সেনা আধিকারিক জানিয়েছেন, উত্তরাখণ্ডে ইউএভি বেস তৈরি হলে চিনে নজরদারি চালানো আরও সহজ হবে।
বর্তমানে ভারতের কাছে দুই ধরনের ইউএভি রয়েছে- হেরন ও সার্চার মার্ক-২। হেরন ড্রোন যেহেতু অধিক উচ্চতায় ব্যবহার করা যায়, তাই এটি ব্যবহার করা হবে উত্তরাখণ্ডে। ২৪ ঘণ্টা ওড়ানো হবে সেটিকে।
জায়গা নেওয়ার বিষয়টা যে চূড়ান্ত হয়ে গিয়েছে সেকথা জানিয়েছেন জেলাশাক নীরজ খয়েরওয়াল। উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটির ডিরেক্টর ও প্রকাশ বলেন, আগামী ১৫ মে এই সিদ্ধান্তে শিলমোহর দেবে কেন্দ্রীয় সরকার।
Be the first to comment