কলকাতা, ১৫ ডিসেম্বর – গোপন সুত্রে খবর পেয়ে কলকাতা পুলিশ তল্লাশি চালিয়ে ২জন ড্রাগ ডিলারকে গ্রেপ্তার করল নারকেলডাঙা এলাকা থেকে ৷ তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৬০ হাজার টাকার চরস ৷ উদ্ধার হওয়া চরস তারা পাচারের কারণেই নিয়ে যাচ্ছিল বলে জানতে পেরেছে পুলিশ ৷ অভিযুক্তদের আজ আলিপুর স্পেশাল এনডিপিএস আদালতে তোলা হলে ২১ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷ তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷
বরানগরের বাসিন্দা রনজিত দে ও নারকেলডাঙার বাসিন্দা আনসার আহমেদ ৷ এরা দুজনেই মাদক পাচারের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত বলে জানতে পেরেছে পুলিশ ৷ এদের হাত ধরেই কলকাতার বিভিন্ন জায়গায় মাদক পাচার করা হয় ৷ তল্লাশি চালিয়ে এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে যথাক্রমে ২৩৩ ও ৩৪৮ গ্রাম ওজনের চরস ৷ এই চরস কোথা থেকে কিভাবে এল তা খতিয়ে দেখছে পুলিশ ৷
এদের সাথে আরও অনেকেই যুক্ত আছে বলে মনে করছে পুলিশ ৷ এদেরকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে ৷
Be the first to comment