ফের মাদক উদ্ধার হল কলকাতায়। নারকেলডাঙা থানা এলাকা থেকে উদ্ধার হল প্রায় ৪৫ লাখ টাকার হেরোইন। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক মাদক পাচারকারীকে।
নদিয়া থেকে হেরোইন ঢুকছে কলকাতায়। এই খবর বেশ কিছুদিন ধরেই পাচ্ছিলেন গোয়েন্দারা। সূত্র মারফত রবিবার রাতে খবর পাওয়া যায়, এক ব্যক্তি নদিয়া থেকে মাদক নিয়ে এসেছে শহরে। দ্রুত সেখানে পৌঁছন লালবাজারের গোয়েন্দা বিভাগের অ্যান্টি নারকোটিক সেলের অফিসাররা। প্রথমে আটক করা হয় শান্তিপদ পাল নামে এক ব্যক্তিকে। সে নদিয়ার কালীগঞ্জের বড় চাঁদঘর এলাকার বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৪০০ গ্রাম হেরোইন।
গোয়েন্দারা জানাচ্ছেন, একটা সময় নদিয়ার বড় অংশে বেআইনিভাবে পোস্ত চাষ হত। নারকোটিক কন্ট্রোল ব্যুরোর রিপোর্টে একটা সময় জেলার বড় অংশ ছিল পোস্ত চাষের “রেড এরিয়া”। বারবার ধরপাকড় চালিয়ে সেই ট্রেন্ড কিছুটা কমেছিলো। এমনকী হিরোইন তৈরির ল্যাবের সন্ধানও পাওয়া গিয়েছিল নদিয়ায়। তবে কি ফের নদিয়ায় শুরু হয়েছে পোস্ত চাষ? ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই হেরোইনের উৎস জানার চেষ্টা চলছে।
Be the first to comment