শরিয়তপুরে এক যুবকের ‘সংঘর্ষে মৃত্যু’ নিয়ে প্রশ্ন তুললো তার পরিবার, পড়ুন!

Spread the love
গত কয়েক মাস ধরেই বাংলাদেশের নানা স্থানে মাদক ব্যবসায়ীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গুলিবিনিময়ে মৃত্যুর খবরও আসছে নিয়মিত। কিন্তু শরিয়তপুরে এক যুবকের ‘সংঘর্ষে মৃত্যু’ নিয়ে প্রশ্ন তুলেছে তার পরিবার। যুবকের স্ত্রীর দাবি, তাঁর স্বামীকে আগেই বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ।
নিহত ব্যক্তির নাম সুমন পাহাড়।  বয়স ২৩। পুলিশ বলেছে, সুমনের বিরুদ্ধে মাদক পাচার, তোলাবাজি সহ নানা অভিযোগে ১১টি মামলা আছে। মঙ্গলবার রাত আড়াইটার সময় সে পালং ইউনিয়নের ছয়গাঁও সড়কের পাশে শুকুর তালুকদারের মেহগনি বাগানে যায়। সেখানে অন্য মাদক পাচারকারীদের সঙ্গে সে দর কষাকষি করছিল। এমন সময় পুলিশ সেখানে হানা দেয়। মাদক পাচারকারীরা পুলিশের দিকে ককটেল ছোঁড়ে, গুলি চালায়। পুলিশ পালটা গুলি চালালে সুমন মারা পড়ে।
সুমনের স্ত্রী বৃষ্টি বলেন, ১ সেপ্টেম্বর আমার স্বামীকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি।  এখন শুনছি পুলিশের সঙ্গে গুলির যুদ্ধে মারা গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*