শ্যামাপদ মালাকারঃ
দু’চোখ আমি এঁকেছি-
নির্জন পল্লীর কাটা-তরু ধবলীর পিছে– সেই বাংলা মায়ের।
প্রখর তপনতাপে খরা অন্তর দাহ করে ফিরে বিচুলির প্রাঙ্গণে– চেয়ে রয়, অপুষ্টিমাখা ক্ষীণ-খোকার পানে,
নিথর সেই দুটি চোখ আমি এঁকেছি!
ভেজা শ্রাবণের গাঙে হতাশার গতি নিয়ে ভীড়ে যবে জাল পদ্মার কূলে, হঠাৎ ডুকরে ওঠা দু’নয়ন, –এঁকেছি,
মহকাশ পানে মুখ তুলে
করুণ আবেদন– ‘তারে’ ভাবায়!।
কতবার ভাসে নিয়তির নীরে
তবু পুষেরাখে স্বপ্নের সবুজ তরুটি অপাঙ্গে,
সেই দুটি চোখ আমি এঁকেছি– পল্লী-মায়ের প্রশস্ত ললাট নীচে!!।
Be the first to comment