পুরভোটে দুয়ারে সরকারে নয়া নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। দুয়ারে সরকার প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করা যাবে না। এমনটাই জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। পাশাপাশি, দুয়ার সরকারের শিবিরে যেতে পারবেন না রাজনৈতিক কোনও নেতা বা নেত্রী। সোমবার এই নির্দেশিকা জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। যেহেতু রাজ্যে এখন পুরভোট পর্ব চলছে, তাই সেই কারণেই দুয়ারে সরকারের প্রকল্পে মমতার ছবি ব্যবহারের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কিন্তু, সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চলছে দুয়ারে সরকার। সেই শিবিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়েই চলছে প্রকল্পের কাজ।
বুধবার দেখা যায়, বহরমপুর পৌরসভার কাশিমবাজার পৌর অবতৈনিক বিদ্যালয়ে ‘দুয়ারে সরকার’ শিবিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। বহরমপুরের পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডে চলছে দুয়ারে সরকার। কিন্তু, কেন ব্যবহার করা হচ্ছে মুখ্যমন্ত্রীর ছবি? এ প্রসঙ্গে নোডাল অফিসারকে জিজ্ঞাসা করা হলে তিনি জবাব না দিয়েই লোগো সরিয়ে দেন। ঘটনায় তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
যদিও বিরোধী কংগ্রেস নেতৃত্বের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন আলাদা করে চেনাতে হবে এমন কোনও ব্যাপার নেই। সকলেই তাঁকে চেনেন। আর সবচেয়ে জরুরি নির্বাচন বিধি জারি করা হয়েছে। সেখানে কী করে এই ধরনের ঘটনা ঘটে তা নিয়েই প্রশ্ন উঠছে।
উল্লেখ্য চলতি মাসের শেষেই ১০৮ টি পুরসভার নির্বাচন রয়েছে। যে সব জায়গায় নির্বাচন রয়েছে, সেখানে দুয়ারে সরকারের যে প্রকল্প রয়েছে – সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও ছবি রাখা যাবে না। এ কথা স্পষ্ট করে দিয়েছে কমিশন। একইসঙ্গে ওই সব এলাকার দুয়ারে সরকারের ক্যাম্পে কোনও রাজনৈতিক নেতারাও যেতে পারবেন না, এমনকী কোনও মন্ত্রীও যেতে পারবেন না। শুধুমাত্র আবেদন করা যাবে। যাতে পুরভোটের সময়ে এই সরকারি প্রকল্প নির্বাচনী প্রচারের কোনও অঙ্গ না হয়ে ওঠে, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন এবং সোমবার থেকেই এই নতুন নিয়ম কার্যকর হয়ে যাচ্ছে।
দুয়ারে সরকার প্রকল্পটি হল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেোপাধ্যায়ের মস্তিস্ক প্রসূত একটি প্রকল্প। আমজনতার জন্য সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার ব্যবস্থা আরও সহজ করে তোলার জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় এখন আর সরকারি কোনও কাজের জন্য দফতরের বাইরে লম্বা লাইন দেওয়ার দরকার হচ্ছে না বঙ্গবাসীর। বাড়িতে কাছেই প্রয়োজনীয় সব সহায়তা পেয়ে যাচ্ছেন আম জনতা। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন, দুয়ারে সরকারে প্রায় ১৮টি পরিষেবা যুক্ত হচ্ছে এবং এর মধ্যে অন্তত ৬ টি নতুন পরিষেবা। উল্লেখ্য, এবারের দুয়ারে সরকারে মোট ২৮ টি পরিষেবার সুবিধা পাবেন বঙ্গবাসী।
Be the first to comment