দুবরাজপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুথের মধ্যেই গুলি চালালো আধাসেনা। এদিন মোবাইল জমা রাখা নিয়ে গন্ডগোলের সূত্রপাত। বীরভূম লোকসভা কেন্দ্রের দুবরাজপুরে কাননদিঘির ২৮৪/২৫৯ নম্বর বুথে এই নিয়ে আধাসেনার সঙ্গে বচসা শুরু হয় ভোটারদের। অভিযোগ, এরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস সমর্থক ছিলেন। বাধা দিলে জওয়ানদের ওপর চড়াও হন তারা। বুথ লক্ষ করে ইটবৃষ্টির অভিযোগ তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। তবে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুথের মধ্যেই সিলিং লক্ষ করে গুলি চালায় আধাসেনা। বহিরাগতদের তাড়া করে ছত্রভঙ্গ করেন জওয়ানরা। দৌড়ে পালাতে গিয়ে আহত হন এক স্থানীয় বাসিন্দা। কিছুক্ষণের জন্য বুথ ফাঁকা হয়ে যায়। পরে আধাসেনার নজরদারিতে ভোটাররা বুথে আসেন।
উল্লেখ্য, বীরভূম লোকসভা কেন্দ্রের দুবরাজপুরে কাননদিঘির ২৮৪/২৫৯ নম্বর বুথে গুলি চালনার ঘটনার সত্যতা স্বীকার করেছে কমিশন ৷ একইসঙ্গে নির্বাচন কমিশন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই বুথের ভিতর এক রাউন্ড গুলি চালায় আধাসেনা ৷ এদিন দুবরাজপুরের ওই বুথে জওয়ানদের সঙ্গে গন্ডগোল হয় ভোটারদের বলে জানিয়েছে নির্বাচন কমিশন ৷ দুবরাজপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুথের মধ্যেই গুলি চালায় আধাসেনা।
Be the first to comment