বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা । খুন করা হয়েছে বলে অভিযোগ বিজেপি নেতাদের ও পরিজনের। মৃতের নাম পতিহার ডোম, বয়স ৩৭ বছর। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি গ্রামবাসীর। আহত দুই পুলিশ অফিসার সহ সাংবাদিকরা। স্থানীয়দের একাংশ জানিয়েছে, শূন্যে গুলি চালিয়েছে পুলিশ।
দুবরাজপুরের লোবা গ্রাম পঞ্চায়েতের ফকিরবেরা গ্রামের পুকুরপাড় থেকে বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়। সোমবার রাত থেকেই নিঁখোজ ছিলেন তিনি। এদিন ভোররাতে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মুখে রক্তের দাগ ও দেহে আঘাতের চিহ্ন ছিল।
পরিবারের অভিযোগ, রাতে কেউ একজন পতিহার ডোমকে ফোন করে ডেকেছিল। তারপর আর তিনি বাড়ি ফেরেননি। বিজেপি নেতাদের অভিযোগ, তাঁদের কর্মীকে খুন করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিশ বাহিনী গ্রামে পৌঁছয়। উত্তেজনা থাকায় গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সকে বাধা দেন গ্রামবাসী । তাঁদের অভিযোগ, নম্বর প্লেটহীন অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছিল ৷ এরপরই পুলিশের সঙ্গে শুরু হয় বচসা-ধস্তাধস্তি । পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ আহত হন দুই পুলিশ আধিকারিক। সংবাদমাধ্যমের উপরেও হামলা হয় ৷ পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তা সামাল দিতে শূন্যে গুলি চালাতে হয় পুলিশকে ৷
পতিহার ডোম গ্রামে সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত ছিলেন । আসন্ন নির্বাচনের প্রচারে কাজ করছিলেন কয়েক দিন ধরে ।
Be the first to comment