বিমানবন্দরে মহিলার গোপনাঙ্গ, জরায়ু থেকে উদ্ধার মাদক

Spread the love
মহিলার চোখের চাহনিতেই সন্দেহ হয়েছিল। তল্লাশির সময়ে মহিলার গোপনাঙ্গের কাছে মহিলা নিরাপত্তারক্ষীর হাত যেতেই বেরিয়ে পড়ে ‘আসল’ জিনিস। শুধু গোপনাঙ্গেই নয়, মহিলার জরায়ুতেও লুকানো ছিল সেই জিনিস।  শহরে ফের নাইজেরীয় মাদক চক্রের হদিশ মিলল মঙ্গলবার। এবার দমদম বিমানবন্দরে এলএসডি, কোকেন সহ গ্রেফতার এক নাইজেরীয় মহিলা।
ধৃত ডেভিড ব্লেসিংয়ের ব্যাগে  উদ্ধার ২০  ব্লট এলএসডি।  ১২ গ্রাম কোকেন উদ্ধার হয় তাঁর  গোপানাঙ্গ থেকে।  পরে জেরার মুখে দেহে আরও মাদক  লোকানো আছে বলে শিকার করেন বছর তিরিশের ভিনদেশি মহিলা।
নিকটবর্তী হাসপাতালে নিয়ে  গিয়ে ইউএসজি , এক্সরে করানো হলে জরায়ুতে সন্দেহজনক বস্তুর হদিশ মিলেছে। আপাতত সেগুলি বার করার জন্য হাসপাতালেই ভর্তি রাখা হয়েছে মহিলাকে। তবে এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত?  ইতিমধ্যেই সেই তদন্ত শুরু করেছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*