
রোজদিন ডেস্ক, কলকাতা:- সাবওয়ে নির্মাণ ও অতিরিক্ত টিকিট কাউন্টারের দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শিয়ালদহ বনগাঁ শাখার দমদম ক্যান্টনমেন্ট রেল স্টেশনে বিক্ষোভ শুরু করেন যাত্রীরা। বিক্ষোভ চলাকালীন শিয়ালদা-বনগাঁ ও শিয়ালদা-হাসনাবাদ শাখায় আপ ও ডাউন লাইনে সমস্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার রেল লাইনে এই বিক্ষোভ চলাকালীন ঐ লাইনে এসে যায় ট্রেন। আজ সকাল থেকেই শুরু হয়েছিল যাত্রী বিক্ষোভ। বেলা পৌনে বারোটা নাগাদ দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে রেললাইনের উপর এই বিক্ষোভ যখন তুঙ্গে, তখন আচমকাই লাইন ধরে এগিয়ে আসতে দেখা যায় আপ বারাসত লোকালকে।
যে লাইনে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারীরা, সেই লাইনে ট্রেন আসতে দেখে হতবিহ্বল হয়ে পড়েন আন্দোলনকারীরা। তবে কিছুটা এগিয়ে আসার পরে ব্রেক কষে ট্রেন দাঁড় করিয়ে দেন চালক। এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আন্দোলনকারীদের বক্তব্য, চালকের তৎপরতায় এদিন প্রাণে বেঁচেছেন তাঁরা। তাঁদের অভিযোগ, অনেক দিন আগে থেকেই এদিনের কর্মসূচি সম্পর্কে রেলকে জানানো হয়েছিল। তারপরেও কী করে এই লাইনে ট্রেন চলে এল তা বুঝতে পারছেন না তাঁরা। রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন আন্দোলনকারীরা। তাঁরা বলেন, “আজকে যে সাবওয়ে ও টিকিট কাউন্টারের দাবিতে আন্দোলন হবে, তা রেলকে আগে থেকেই জানানো হয়। তারপরেও কী করে এমন ঘটনা ঘটল। কারও প্রাণহানি হলে কে এর দায় নিত!”
আন্দোলন চলাকালীন লাইনে ট্রেন এসে পড়ায় বিক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। পরে রেল পুলিশ অবস্থা সামাল দেয়।
Be the first to comment