একনজরে দেখে নেওয়া, এ বছরের পুজোর নির্ঘণ্ট। কবে কোন সময়ে পড়েছে ২০২০ সালের দুর্গাপুজো?
পঞ্চমী
২০২০ সালের দুর্গাপুজো আশ্বিন নয়, কার্তিক মাসে পড়েছে। আগামী বছরের ২১ অক্টোবর অর্থাৎ ৪ ঠা কার্তিক বুধবার পঞ্চমী পড়েছে।
ষষ্ঠী
সেদিন অধিবাসের সময়ক্ষণও থাকছে। ২২ অক্টোবর পড়ছে মহাষষ্ঠী। সেদিন কার্তিক মাসের ৫ তারিখ। পড়ছে বৃহস্পতিবার।
সপ্তমী
মহাসপ্তমী পড়ছে ২০২০ সালের ২৩ অক্টোবর, । সেদিন ৬ কার্তিক। ২০২০ সালে এই দিনটি হল শুক্রবার।
অষ্টমী
মহাঅষ্টমী পড়ছে ২০২০ সালের ২৪ অক্টোবর। সেদিন পড়ছে ৭ কার্তিক। সেদিনই থাকছে কুমারী পূজা থেকে সন্ধিপুজোর তিথি।
নবমী
২০২০ সালের নবমীর দিন পড়ছে রবিবার ২৫ অক্টোবর। কার্তিক মাসের ৮ তারিখ পড়ছে নবমী। সেদিন থাকছে নবমীর হোম ও বলিদানের তিথিও।
দশমী
২০২০ সালের দশমী পড়ছে ২৬ অক্টোবর। সেদিন ৯ কার্তিক। সেদিন পড়ছে সোমবার। ওই দিন বিকেলে সিঁদুর খেলায় মাততে চলেছে বাংলা।
Be the first to comment