পুজোর আগে বড় ঘোষণা মমতার ৷ সনাতন ধর্মের দরিদ্র ব্রাক্ষণদের মাসে এক হাজার টাকা সাম্মানিক দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ৷ এছাড়া ,ধাপে ধাপে বাংলা আবাস যোজনায় ঘরও করে দেওয়া হবে ৷ সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
এদিন মুখ্যমন্ত্রী বলেন, সনাতন ধর্মের ব্রাক্ষণদের মধ্যে অনেকেই আছেন অতি দরিদ্র৷ সাহায্যের আবেদন আসে। তাদের আবেদনের ভিত্তিতে, সরকার সিদ্ধান্ত নিয়েছে, প্রতি মাসে এক হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে ৷ পুজোর মাস থেকেই মিলতে পারে এই সাম্মানিক ৷ এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী।
সেখানে তিনি বলেন, যাদের ঘর নেই, তাদের বাংলা আবাস যোজনায় ঘর করে দেওয়া হবে এবং কোলাঘাটে একটি জমি দেওয়া হয়েছে ৷ সেখানে সনাতনী ধর্মের একটি তীর্থস্থান গড়ে উঠবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷
পাশাপাশি সব ধর্মের মানুষের পাশেই সরকার রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ৷ কেন ব্রাক্ষণদের এই ভাতা…? ব্রাক্ষণ বা পুরোহিতরা হিন্দু সম্প্রদায়ের যে কোনো ধর্মীয় উৎসবের অবিচ্ছেদ্য অংশ ৷ ধর্মাচারের থেকে যে কোনো পুজোয় পুরোহিতদের গুরুত্ব রয়েছে ৷ পুজো-অর্চনার ভার থাকে তাঁদের উপরই ৷
শুধু সর্বজনীন উৎসব নয়, গৃহস্থের বাড়িতে পুজো, শ্রাদ্ধানুষ্ঠান-সহ বিভিন্ন ধর্মীয় কাজকর্মে ডাক পড়ে পুরোহিতদের ৷ অনেক ব্রাক্ষণই আছেন পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক কম পান ৷ তাতে তাদের সংসার চালাতে কষ্ট হয় ৷ তাই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে ৷
তবে বিরোধী রাজনৈতিক দলের দাবি, সামনেই বিধানসভা ভোট। তাই মমতা সরকার ব্রাক্ষণ সম্প্রদায়কে খুশি করতেই ভাতা দেওয়া কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর ৷ এর আগে ইমামদের ভাতা দেওয়ার পদক্ষেপের মধ্যে সংখ্যালঘু তোষণ দেখেছিল বিরোধীরা৷ তাদের বক্তব্য ছিল, ইমামদের সমর্থন ও আনুকূল্য নিশ্চিত করতেই তৃণমূল কংগ্রেস পদক্ষেপ নিয়েছে৷ বর্তমানে রাজ্য ওয়াকফ বোর্ডের মাধ্যমে ইমামদের মাসে আড়াই হাজার এবং মোয়াজ্জেনদের মাসে দেড় হাজার টাকা ভাতা দেয় রাজ্য সরকার।
Be the first to comment