আজ মহাসপ্তমী ৷ একে করোনা তার ওপর পুজোর আকাশ সকাল থেকেই মেঘলা ৷ শহর ও রাজ্য জুড়ে জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি ৷ এরই মাঝে শুরু মহাসপ্তমীর মহাপুজো ৷ মহাসপ্তমীতে সূর্যোদয় সকাল ৫.৪১ মিনিটে। সূর্যাস্ত হবে সন্ধে ৫.০৩ মিনিটে। পূর্বাহ্ণ থাকবে সকাল ৯.২৮ মিনিট পর্যন্ত। আগের দিন বেলা ১.১৩ মিনিট থেকে শুরু হয়ে সেদিন সকাল ১১.৫৭ মিনিট পর্যন্ত স্থায়ী হবে মহাসপ্তমী।
এবার দেখে নিন অষ্টমী তিথি ঠিক কখন পড়বে, কখনই বা মহাঅষ্টমীর অঞ্জলি ৷
২৪ অক্টোবর শনিবার এবারের মহাঅষ্টমী ৷ বাংলা মতে ৭ কার্তিক ১৪২৭ অনুষ্ঠিত হবে মহাঅষ্টমী। অষ্টমীর পুজো সকাল ৭.০৭ মিনিটে শুরু হয়ে সকাল ৯.২৮ মিনিট পর্যন্ত চলবে। বীরাষ্টমী ব্রত সাঙ্গ করতে হবে সকাল ৯.২৮ মিনিটের মধ্যে। সন্ধি পুজো শুরু হবে সকালে ১১টায়, চলবে ১১.৪৮ মিনিট পর্যন্ত।
মহাঅষ্টমীতে সূর্যোদয় সকাল ৫.৪২ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধে ৫.০২ মিনিটে। পূর্বাহ্ণ চলবে সকাল ৯.২৮ মিনিট পর্যন্ত। আগের দিন সকাল ১১.৫৭ মিনিটে পড়বে মহাঅষ্টমী এবং তা ছেড়ে যাবে সেদিন সকাল ১১.২৪ মিনিটে। এবারের পুজো মানেই নিই নর্মাল পুজো ৷ করোনার কারণে প্যান্ডেল হপিংয়ে আতঙ্কের ছায়া ৷
তবুও ষষ্ঠীতেও মানুষ অল্প অল্প করে হাইকোর্টের নির্দেশ মেনেই প্যান্ডেলে ভিড় জমিয়েছেন ৷ নতুন জামায়, মুখে মাস্ক পরে রাস্তায় ঘুরেছেন শহরে ইয়ং ব্রিগেড ৷ উত্তরের বাগাবাজর ও দক্ষিণের একডালিয়াতে সব জায়গাতেই ছবি একই রকম ৷ অন্যবারের মতোই প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে সেলফি তোলার হিড়িক ৷ তবে পুরোটাই করোনা বিধি মেনে ৷
শুক্রবার সকাল ৬ থেকেই শুরু হয়েছে সপ্তমীর পুজো ৷ সপ্তমী পুজো চলবে সকাল ১১টা পর্যন্ত ৷
Be the first to comment