চিরন্তন ব্যানার্জি:-
হুগলির পর এবার কলকাতার একটি ক্লাব ফেরালো দুর্গাপুজোর অনুদান। গার্ডেনরিচের ‘মুদিয়ালি আমরা ক’জন’ ক্লাব কর্তৃপক্ষরা জানালেন, তাঁরা ওই অনুদান নিচ্ছেন না। শুক্রবার তাঁরা বিবৃতি দিয়ে অনুদান গ্রহণ না করার সিদ্ধান্ত জানিয়েছেন।
গার্ডেনরিচ এলাকায় ‘মুদিয়ালি আমরা ক’জন’ ক্লাবের পুজো জনপ্রিয়। এই পুজো কমিটির কর্তা কংগ্রেস নেতা মহম্মদ মোক্তার। শুক্রবার সকালে তাঁরা যে বিবৃতি দিয়েছেন, তাতে জানানো হয়েছে, আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদেই অনুদান প্রত্যাখ্যান করা হচ্ছে। নির্যাতিতার বিচারের দাবি জানিয়েছেন তাঁরা।
ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘দুর্গাপুজোর অনুদান হিসাবে পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া ৮৫ হাজার টাকা আমরা এ বছর প্রতিবাদস্বরূপ গ্রহণ করছি না। গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে নির্যাতন এবং খুনের প্রতিবাদে আমাদের এই সিদ্ধান্ত। প্রতি বছর আমরা মা দুর্গার আগমনের জন্য অপেক্ষা করে থাকি। কিন্তু আমরা দেখছি, বর্তমান সরকার মাকে নিয়ে আসার জন্য ৮৫ হাজার টাকা দিচ্ছে আর বিসর্জনের জন্য ১০ লক্ষ টাকার কথা বলা হচ্ছে! আমরা আরজি করের নির্যাতিতার বিচার চাই।’’
প্রসঙ্গত, এর আগে হুগলির উত্তরপাড়ার তিনটি ক্লাব পর পর পুজোর অনুদান প্রত্যাখ্যানের কথা ঘোষণা করে। উত্তরপাড়ার মহিলাদের পুজো বৌঠান সঙ্ঘ, উত্তরপাড়া শক্তি সঙ্ঘ এবং আপনাদের দুর্গাপুজো— তিনটি ক্লাবের তরফে জানানো হয়েছে, এ বার তারা সরকারি আনুকূল্যে পুজো করবে না। তারা আগে আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার বিচার চায়। ইতিমধ্যে এই মর্মে চিঠিও পাঠানো হয়েছে জেলা প্রশাসনের কাছে। তার পরেই শোনা যায়, হুগলির কোন্নগরের একটি ক্লাব সেই পথে হেঁটেছে। কোন্নগরের মাস্টারপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটিও সরকারি অনুদান প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেয়। এলাকাবাসীরা জানিয়ে দেন, প্রতিবাদ করলে যদি পরের বছর অনুদান না-ও মেলে, তাতে তাঁদের পুজো আটকে থাকবে না।
Be the first to comment